রদ্রিগো এবং মিলিতার বদলে যাদের দলে নিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ০১:১৬ পিএম


ব্রাজিল
ছবি-এএফপি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের দুই সেরা তারকা রদ্রিগো এবং এদের মিলিতাও। আর বদলি হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ। 

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচের ২০তম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। তারপর পরিবর্তে মাঠে নামেন ব্রাহিম। এই ম্যাচ দিয়ে ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রিগো। কিন্তু ২০ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে।

এর ১০ মিনিট পর বড় আঘাত পায় ব্রাজিল। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিতাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মিলিতাওকে মাঠ ছাড়তে হয়েছে।

বিজ্ঞাপন

মিলিতাও এ মৌসুমে আর খেলতে পারবেন না, কারণ তার এসিএল ইনজুরির কারণে প্রায় ৯ মাস পুনর্বাসনে কাটাতে হবে। আর রদ্রিগো পেশির চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল এই দুই নতুন মুখকে নিয়ে মাঠে নামবে। ২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিল ১০ ম্যাচের মধ্যে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে আছে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

বিজ্ঞাপন

গোলরক্ষক: বেন্তো, এডারসন ও ওয়েভারটন।

বিজ্ঞাপন

ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, অ্যাবনের, গুইলার্মো আরানা, লিওনার্দো অর্টিজ, গাব্রিয়েল মাগলায়েস, মার্কুইনহোস ও মুরিলো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা ও আন্দ্রেস পেরেইরা।

ফরোয়ার্ড: এস্তাভিও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, স্যাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস ও রাফিনহা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission