• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

গম্ভীরকে সংবাদ সম্মেলনে দেখতে চান না মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ২০:৪০
ভারত
ছবি- সংগৃহীত

কিছু দিন আগেই ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এর মধ্যে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। যেখানে বাংলাদেশকে হারালেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে আকাশী-নীলরা। তাই ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের তোপের মুখে পড়তে হয়েছে গম্ভীরকে। এবার গম্ভীরের কড়া সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকার।

ভারতের এবারের মিশন অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ। এই সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় কোচ। এ সময় নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া নিয়ে অনেক কথাই বলেছেন তিনি।

গম্ভীর বলেন, আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়া নিয়ে তিনি বলেন, এসবকে পাত্তা দেওয়ার কিছু নেই, সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনে কিংবা যে কারও জীবনে কী প্রভাব রাখতে পারে? যখন এই দায়িত্ব নিয়েছি তখন জানতাম এটা যেমন কঠিন, তেমনি সম্মানজনকও হবে। আমি কোনো চাপটাপ টের পাই না। কারণ, আমি আমার কাজ নিয়ে সৎ আছি।

সংবাদ সম্মেলনে গম্ভীর উঁচু গলায় কথা বলা ভালোভাবে নেননি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। গম্ভীরের সমালোচনা করে তিনি বলেছেন, সংবাদমাধ্যমকে সামলানোর মতো ‘বাকপটুতা ও ভদ্রতার’ অভাব আছে ভারতীয় কোচের।

সোমবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে গম্ভীরের কঠোর সমালোচনা করেছেন মাঞ্জরেকার।

জনপ্রিয় এই ধারাভাষ্যকার পোস্টে লিখেছেন, মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।

আরটিভি/এসআর-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ভারতের ৩১ জেলে
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার