• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আইপিএল নিলামে জায়গা পেলেন ১৩ বছরের কিশোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৮
আইপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

আইপিএলের ১৮তম আসরের আগে রিটেনশন প্রক্রিয়া শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার পালা মেগা নিলামের। আগামী ২৪ ও ২৫ চলতি নভেম্বর অনুষ্ঠিত হবে দল গোছানোর লড়াই। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম।

আর নিলামে নাম উঠবে মাত্র বছর বয়সী ক্ষুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাস দুয়েক আগেই ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। তাই আইপিএলের নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছে বৈভব সূর্যবংশীর নাম।

বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি।

৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরম্যান্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা। কিন্তু জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে।

এ ছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান।

অবশ্য আইপিএলে ১৩ বছরের বৈভব জায়গা পাবেন এমন ভাবাও কিছুটা কষ্টকর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে তাকে কাদের বিপক্ষে খেলতে হবে সেটাও নিশ্চিতভাবেই বিবেচনায় রাখবে দলগুলো। যে কারণে হয়ত চূড়ান্তভাবে কোথাও দেখা নাও যেতে পারে বৈভবকে।

আইপিএলের মেগা নিলামে দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার।

রিটেনশন প্রক্রিয়ায় ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটার দল পাবেন, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

আরটিভি/ এসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের