• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

পেরু ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে জোড়া দুঃসংবাদ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৩
আর্জেন্টিনা
ছবি- এএফপি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। বছরের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কিন্তু তার আগে জোড়া দুঃসংবাদ পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। ইতোমধ্যে নতুন করে একজনকে স্কোয়াডে যুক্ত করেছেন।

প্যারাগুয়ে ম্যাচেই ডান পায়ের চোটে অস্বস্তিতে দেখা যায় রোমেরোকে। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

অন্যদিকে, ডান উরুর মাংসপেশির চোটে ভুগছেন মোলিনা। সে কারণে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে। প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছিলেন মোলিনা। তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে।

প্যারাগুয়ের বিপক্ষে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিলের।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জিরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: জিউলিয়ানো সিমিওনে, গনজালো মনতিয়েল, জেরমান পেৎ্‌জেল্লা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি লো সেলসো, এনজো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়োনানতে ও নিকোলাস পাজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও ভালেন্তিন কাসতেয়ানোস।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
ফেসবুকে দুঃসংবাদ দিয়ে যে অনুরোধ করলেন নির্মাতা ফারুকী
আগামী কয়েকদিনের জন্য দুঃসংবাদ দিলো তিতাস