তামিমের দল থেকে বাদ পড়াতে আমার কোনো হাত নেই: ভক্তকে সাকিব
গত বছর এক সাক্ষাৎকারে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনেছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর ওয়ানডে বিশ্বকাপ থেকে তামিম দল থেকে বাদ পড়লে অনেকেই আঙুল তুলেছিলেন সাকিবের দিকে। দল ঘোষণার পরদিনই তার বিরুদ্ধে বিক্ষোভও করেছিল ক্রিকেটভক্তরা।
এরপর ভারতের বিমানে ওঠার আগে এক সাক্ষাৎকারে তামিম ইস্যুতে কথা বলেন সাকিব। তবে এখনও অনেকের বিশ্বাস সাকিবের জন্যই বিশ্বকাপ থেকে বাদ পড়েন তামিম। তবে এবার এক ভক্তকে সাকিব জানিয়েছেন, তামিমের দল থেকে বাদ পড়াতে তার কোনো হাত নেই।
দেশের মাটি থেকে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সরকারের সবুজ সংকেত না মেলায় দেশে ফেরা হয়নি দেশসেরা এই ক্রিকেটারের। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই সম্প্রতি সৌদি আরবে গিয়েছিলেন সাকিব।
সেখানে কামরুল হাসান নামে একভক্ত সাকিবকে তামিম ইস্যু, দেশে ফেরাসহ বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন করেছেন। আর এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন সাকিব। দেশের বেসরকারি গণমাধ্যমকে এই কথা জানান কামরুল হাসান।
তামিম ইস্যুতে এই ভক্ত বলেন, সাকিব ভাই বলেছেন, টিমমেট হিসেবে তামিমের সঙ্গে কথা-কাটাকাটি হতেই পারে। সেটাতে মাঠে খেলায় প্রভাব পড়েনি। আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়াতে আমার কোনো হাত নেই। এটা সম্পূর্ণ কোচ এবং বিসিবি জানে।
এ ছাড়া দেশে ফেরা নিয়ে এই ভক্তকে সাকিব বলেছেন, বাংলাদেশে আমার জন্ম, সেটা আমার মাতৃভূমি। সারা বছর তো বিদেশে থাকব না। অবশ্য দেশে ফিরব। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়তো।
এই ভক্ত আরও জানিয়েছে বিদেশের মাটিতে আর কোনো টেস্ট ম্যাচ খেলতে চান না সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাকিব খেলবেন কিনা তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ওমরাহ চলাকালে এই ভক্ত সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন