• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

মিরপুরে আইরিশ ক্রিকেটারদের রিকশা ভ্রমণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৪০
আয়ারল্যান্ড
ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। তাই দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। আর এই ম্যাচে মাঠে নামার আগে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছেন আইরিশ মেয়েরা।

শুক্রবার (২৯ নভেম্বর) জীবনের প্রথমবার বাংলাদেশের আলোচিত বাহন রিকশায় ওঠার অভিজ্ঞতা নিলেন আয়ারল্যান্ড ক্রিকেটাররা। সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুসারে আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। এর আগে দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেই রিকশাগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন।

তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। অনেককে রিকশাচালকের সঙ্গে ছবিও তুলেছেন। এরপর রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ায় আইরিশ মেয়েরা।

উল্লেখ্য, আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০টায় মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত
চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় মিরপুর স্টেডিয়াম
বিপিএলে ৭ উইকেট পাওয়ার রহস্য ফাঁস করলেন তাসকিন