ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিপিএল ২০২৫ এর মাসকাট উন্মোচন, নাম ডানা ৩৬

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ১২:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। তার আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আসরের মাসকাট উন্মোচন করলো বিসিবি।

বিজ্ঞাপন

রোববার ( ১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাসকাট। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই অনুষ্ঠানের সভাপতিও তিনি।

এ ছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসির অতিরিক্ত সচিব মুহাম্মদ হিবুজ্জামান।

বিজ্ঞাপন

এদিন অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’ প্রদর্শন করা হয়েছে। 

এরপর বিপিএলের মাসকাট উন্মোচন করা হয়। যেখানে স্মরণ করা হয় জুলাই-আগস্টের আন্দোলনের শহীদদের এবং বিপ্লবে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের।

বিপিএলের এবারের মাসকাটের নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। মূলত, ডানাকে স্বাধীনতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

আরটিভি/এসআর/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |