• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

বিপিএলে পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইমরান তাহির। কিন্তু চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গ্রুপ পর্বে গায়ানা অ্যামজন ওরিয়র্সের মুখোমুখি হয়েছিল নুরুল হাসান সোহানের দল। অ্যামজন ওরিয়র্সের অধিনায়ক ছিলেন ইমরান তাহির। টসের সময় ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি।

প্রোটিয়া এই ক্রিকেটার বলেন, ‘দেখুন, আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। বলা ভালো ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ পাইনি।’

ইমরান তাহির আরও বলেন, ‘গায়ানা ওদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। রংপুর এখানে কিছু অর্থ আয় করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা ওদের চেয়ে ভালো মানুষ।’

এদিকে ম্যাচে গায়ানাকে ১৫ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালের ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রংপুর। ফাইনালে উঠতে পাকিস্তানের লাহোর কালান্দার্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

গত বিপিএলে রংপুরের হয়ে ম্যাচ খেললেও পুরো আসরে ছিলেন না তিনি। দুই ম্যাচ খেলার পর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে চলে যান ইমরান তাহির।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে পাহাড়সম লক্ষ্য দিলো চিটাগং
ব্যাংক আওয়ার শেষ, এখনও পেমেন্ট পাননি তাসকিন-বিজয়রা
প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের
ছয় ম্যাচ বেঞ্চে বসে, কোন ভুলে একাদশের বাইরে তাইজুল?