• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মহসিন নাকভিকে হতাশ করে এসিসির নতুন সভাপতি হলেন শাম্মি সিলভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪
এসিসি
ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করে আসছিল জয় শাহ। এবার আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই ভারতীয় ক্রীড়া সংগঠক। এরপর থেকে গুঞ্জন ওঠে এসিসির সভাপতির পদে বসতে যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিতে পারেনি। এসিসির নতুন সভাপতি হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাবেক সভাপতি শাম্মি সিলভা।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সভাপতির দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন শাম্মি। তিনি বলেন, এসিসিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়াটা সত্যি সম্মানের। এশিয়ার হৃদয় হচ্ছে ক্রিকেট। সদস্য দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

এর আগে ২০১৯ সাল থেকে এসিসির ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন শাম্মি। এ ছাড়া দুই মেয়াদে এসএলসির সভাপতির দায়িত্ব পালন করেছেন ৬৪ বছর বয়সী শ্রীলঙ্কান।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
দুই দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা