• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ। সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। সর্বোচ্চ ১১৩ রান করে দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এ ছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, মেহেদী হাজার মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছিল লাল সবুজরা। জিততে হলে সেন্ট কিটসের এই মাঠে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেটিই করে দেখিয়েছে ক্যারিবীয়রা। এর আগে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাঈমের ধীরগতির ইনিংসে কপাল পুড়ল খুলনার, বরিশালের ষষ্ঠ জয়
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ