সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই মিরাজ বাহিনীর সামনে। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ৮টায় মাঠে নামবে দুই দল।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
তাই দ্বিতীয় ম্যাচের একাদশে যে পরিবর্তন আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়। এই ম্যাচে টাইগার একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। সেটি হলো বোলিং লাইন। প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেনি স্পিনার রিশাদ হোসেন। ৯ ওভার বল করে ৪৯ রান করে খরচ ১ উইকেট শিকার করেন তিনি।
তবে ইনিংসের মাঝের দিকে শাই হোপ ও রার্দারফোর্ডের জুটি ভাঙতে পারেননি মিরাজ ও রিশাদ। অধিনায়ক ও ব্যাটার হিসেবে মিরাজ একাদশে থাকলেও বাদ পড়তে পারেন রিশাদ। তার জায়গায় সুযোগ পেতে পারেন আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি নাসুম আহমেদ।
এ ছাড়াও প্রথম ম্যাচে একজন বাঁহাতি পেসারের অভাব ভালোভাবেই টের পেয়েছেন টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। আর জায়গা হারাতে পারেন তরুণ নাহিদ রানা।
কারণ, প্রথম ম্যাচে বল হাতে সেইভাবে আলো ছড়াতে পারেননি তিনি। ৮ ওভার ৪ বল করতে ১ উইকেট শিকার করতে খরচ করেছেন ৫০ রান। বাংলাদেশ দলের বাকি নয় পজিশন অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
আরটিভি নিউজ/এসআর
মন্তব্য করুন