• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

শেষ টেস্টে গেইলকে ছুঁলেন সাউদি, নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১৫

নিউজ ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

টেস্ট থেকে নিজের অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। শনিবার (১৪ ডিসেম্বর) হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের শেষ টেস্ট খেলতে নামেন ৩৬ বছর বয়সী এই কিউই পেসার।

ব্যাট হাতে এদিন ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন সাউদি। ইনিংসে এক চারের সঙ্গে হাঁকান ৩ ছক্কা। এতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেন তিনি।

১০৭তম টেস্ট খেলতে নেমে ৯৮টি ছক্কার কোটাতে ভাগ বসিয়েছেন সাউদি। এর আগে তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।

টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। সেডন পার্কে ৯ উইকেটে ৩১৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

এদিন উদ্বোধনী জুটিতেই ১০৫ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ১৩৫ বলে ৬৩ রান করেন অধিনায়ক টম লাথাম। এটিই নিউজিল্যান্ডের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ৯২ বলে ৪২ রান করে ওপেনার উইল ইয়ং আউট হলে লম্বা ‍জুটি আর কেউ গড়তে পারেনি। ৮৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। টিম সাউদি ১০ বলে ২৩, টম ব্লান্ডেল ২৯ বলে ২১, রাচিন রাবিন্দ্রা ২৫ বলে ১৮ ও ৩২ বলে ১৪ রান করেন ড্যারিল মিচেল।

৫৪ বলে ৫০ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গে শূন্য রানে ক্রিজে আছেন উইল ও'রর্কে।

ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাথিউ পটস ও গাস অ্যাটকিনসন। আর ব্রাইডন কার্স পান ২টি উইকেট।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিতে ভেসে গেল ব্রিজবেন টেস্টের প্রথমদিন
অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
পাকিস্তান টেস্ট দলের দায়িত্বেও আকিব জাবেদ
হ্যাজেলউডকে ফিরিয়ে গ্যাবা টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার