• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

এশিয়া কাপে একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭

মালয়েশিয়ায় পর্দা উঠেছে নারী দলের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মেয়েদের যুব এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে।

রোববার (১৫ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েওমাস ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছে স্বাগতিক মালয়েশিয়া ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। একইদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তানের যুব মেয়েরা। দুপুর ১২টায় শুরু হয়েছে ম্যাচ।

দুই গ্রুপে ভাগ করা হয়েছে ৬ দলের নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে। বাংলাদেশসহ গ্রুপ ‘এ’–তে রয়েছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের আরেক সঙ্গী নেপাল।

নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৭টায় লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ পরদিন ১৭ ডিসেম্বর। পরবর্তীতে ১৮ ডিসেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ হবে। সুপার ফোরের ম্যাচ হবে ১৯ ও ২০ ডিসেম্বর। আর ২২ ডিসেম্বর ফাইনাল দিয়ে মেয়েদের বয়সভিত্তিক এই এশিয়া কাপের সমাপ্তি ঘটবে।

এর আগে আরব আমিরাতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।


আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে করা রিটের শুনানি পেছাল
ভারতের নির্দেশেই সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: মাসুদ সাঈদী
শিগগিরই স্বাভাবিক হচ্ছে না ভারতের ট্যুরিস্ট ভিসা
মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ