হ্যামিল্টনে নিউজিল্যান্ডের রান পাহাড়, চাপে ইংল্যান্ড
হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের রানের পাহাড়ের সামনে খেই হারিয়েছে ইংল্যান্ড। রানের চাপায় পিষ্ট হয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলেছেন সফরকারীরা।
এদিন কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান করেন কিউইরা। এতে ইংলিশদের সামনে ৬৫৭ রানের লিড দাঁড়িয়েছে ব্ল্যাক ক্যাপসদের।
সোমবার (১৬ ডিসেম্বর) সেডন পার্কে ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে রাচিন রাবিন্দ্রাকে সঙ্গে নিয়ে ১০৭ রানের জুটি করেন উইলিয়ামসন। ৯০ বলে ৪৪ রান করে আউট হন রাবিন্দ্রা।
পঞ্চম উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে ৯২ রানের আরও একটি জুটি করেন উইলিয়ামসন। ৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করা উইলিয়ামসন থামেন ২০৪ বলে ১৫৬ রান করে।
৮৪ বলে ৬০ রান করেন ড্যারিল মিচেল। ৯ বলে ৩ রান করে আউট হন গ্লেন ফিলিপস। ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলেন মিচেল স্যান্টনার। টিম সাউদি ২ আর ম্যাট হেনরি শূন্য রানে আউট হন। ৪৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল। এতে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রান।
দ্বিতীয় ইনিংসে বল হাতে ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন জ্যাকব বেথেল। ২টি করে উইকেট পান বেন স্টোকস ও শোয়াইব বশির।
জবাবে ৬৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বলে ৪ রান করে আউট হন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ১৭ বলে ৫ রানের বেশি করতে পারেননি জ্যাক ক্রাউলি। দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৮ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। উইকেটে ৯ রান নিয়ে আছেন জ্যাকব বেথেল,আর শূন্য রানে জো রুট। জিততে হলে বাকি ৮ উইকেটে ইংল্যান্ডকে করতে হবে আরও ৬৪০ রান।
নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও ম্যাট হেনরি।
আরটিভি/এমএম/এআর
মন্তব্য করুন