• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯
ছবি- সংগৃহীত

খুব একটা ভালো সময় যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হারের পর এবার প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর কাছে হেরেছে তারা। চারদিনের ব্যবধানে পরপর দুই ম্যাচে হারল কিংস।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (২০ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এবারের মৌসুমটায় বিদেশি খেলোয়াড় ছাড়াই নামেন আকাশি-নীল জার্সিধারীরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে লিড নিয়ে কিংসের আত্মবিশ্বাসে চিড় ধরায় আবাহনী। বাম দিক থেকে শাহরিয়ার ইমনের বাড়ানো ক্রসে চলন্ত হেডে জাল খুঁজে নেন সুমন। নিজের সাবেক ক্লাবকে এক গোলেই হতভম্ব বানিয়ে দেন এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে ভালো সুযোগ পায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্সে ঢুকে গোলকিপার মিতুলকে একা পেয়ে যান জোনাথন ফের্নান্দেস। কিন্তু শট নিলেও তা গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর তিন মিনিট পরই আবারও সুযোগ পায় কিংস। তবে দামাশেনোর শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান মিতুল মারমা।

সমতার সেরা সুযোগ কিংস পায় ৫৩তম মিনিটে। বক্সে মোহাম্মদ হৃদয় বল ক্লিয়ার করতে গিয়ে কিংসের রাকিব হোসেন বাধা হন। পরে বল হৃদয়ের হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পেনাল্টি মিশ করেন দামাশেনো। তার স্পট কিক নিজের বাম দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন মিতুল।

শেষ দিকে গোলের পেতে মরিয়া হয়ে ওঠে কিংস। কিন্তু পোস্ট আগলে মিতুল ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। ৮৫তম মিনিটে মজিবুর রহমান জনির শট আটকে দেন তিনি। জয় বঞ্চিত হয় কিংস।

চলতি লিগে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ হারল কিংস। এর আগে মোহামেডানের কাছে হেরেছিল শিরোধারীরা। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। এই জয়ে এক লাফে লিগে টেবিলে দ্বিতীয় স্থানেও উঠে এসেছে আকাশি-নীল জার্সিধারীরা। ৪ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিমিয়ার লিগে মোহামেডানের টানা চতুর্থ জয় 
মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান
ঢাকা ডার্বিতে দুপুরে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী
ফেডারেশন কাপে জয় দিয়ে মিশন শুরু করল আবাহনী