ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দুপুরে বোর্ড সভায় বসছে বিসিবি, আসতে পারে যেসব সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি- বিসিবি

আর মাত্র ৯ দিন পর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তার আগেই বোর্ড সভা দেখেছে বিসিবি। যেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। আজ বিকেল ৩টায় বোর্ড সভা শুরু হওয়ার কথা রয়েছে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) ব্যাপক রদবদল ঘটে। প্রায় চার মাস পেরোতে চললেও এখন পর্যন্ত বণ্টন হয়নি স্ট্যান্ডিং কমিটি। এই সভায় স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হতে পারে। 

বিজ্ঞাপন

বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে একাধিক কমিটির দায়িত্বে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশন্স ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে। 

এ ছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন। তাই এই সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন হতে পারে এবং রদবদলও আসতে পারে। 

স্ট্যান্ডিং কমিটি ছাড়াও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হতে পারে পর্যালোচনা। এ ছাড়া আসন্ন বিপিএল আয়োজনসহ সম-সাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আলোচনা হতে পারে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধের ইস্যু এবং তামিম ইকবালের জাতীয় দলে আসার বিষয়টি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |