• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব শেহজাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
ভারত-পাকিস্তান
ছবি- এএফপি

রাজনৈতিক বৈরিতার কারণে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর যাবে না তা সরাসরি জানিয়ে দিয়েছে বিসিসিআই। যে কারণে, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা নিয়ে বিপাকে পড়তে হয়েছে পিসিবিকে। গত ছয় মাস ধরে চলা দুই দেশের লড়াইয়ের সমাপ্তি ঘটেছে কয়েক দিন আগে।

আগামী দুই বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে ২০২৭ পর্যন্ত আইসিসির সকল ইভেন্টে ভারত ও পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেটা যেমন পুরুষ দলের আয়োজনের ক্ষেত্রে, তেমনি নারী ক্রিকেট দলের আয়োজনের ক্ষেত্রেও।

এর ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে তা নিশ্চিত। পাকিস্তানই এর আয়োজন করবে, কিন্তু ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এখন কেবল ফিক্সচার ঘোষণার অপেক্ষা। এর মাঝেই এক ‘উদ্ভট’ প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

তার মতে, ভারত-পাকিস্তান সীমান্তে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা উচিত। যখন দুই দলের খেলা হবে তখন গেট খুলে ক্রিকেটাররা স্টেডিয়ামে প্রবেশ করবে। ইউটিউবার নাদির আলীর পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি।

শেহজাদ বলেন, সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।

তিনি আরও বলেন, আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফি। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। খসড়া সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। বাকি দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ ছাড়া অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

উল্লেখ্য, সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি বসেছিল ইংল্যান্ডে। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা
বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার: ভারত
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ