জয় দিয়েই বছর শেষ করল মোহামেডান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ০৫:৪৭ পিএম


জয় দিয়েই বছর শেষ করল মোহামেডান
ছবি- সংগৃহীত

হাসি মুখেই বছরের শেষটা রাঙিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বছরের শেষ ম্যাচেও জয় পেয়েছে সাদাকালো শিবির। এদিন ফর্টিসকে ১-০ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল মোহামেডান। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফর্টিসের পয়েন্ট ৫।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে দুর্বার পথচলা ধরে রাখল মোহামেডান। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে মোহামেডানকে চোখ রাঙাচ্ছিল ফর্টিস এফসি। তবে মোহামেডানকে আটকে দিতে পারেনি তারা।

অবশ্য শুরুতে চোখে চোখ রেখে খেলছিল ফর্টিস। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। সপ্তদশ মিনিটে এগিয়ে যাওয়ার আনন্দ সঙ্গী হয় মোহামেডানের।

বিজ্ঞাপন

বাম দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো ক্রস ফর্টিসের রক্ষণ ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় সানডের কাছে। নির্ভুল শটে জালে জড়িয়ে দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

এক গোলে পিছিয়ে থাকেলেও পাল্টা আক্রমণের খেলতে থাকে ফর্টিস। তবে মোহামেডানের দেয়াল ভাঙতে পারছিলেন না ফর্টিসের আক্রমণ সেনারা। ৪০তম মিনিটে ভালো সুযোগ পায় মোহামেডানও। মোজাফ্ফরভের ক্রসে গোলমুখে থাকা বোয়াটেংয়ের পা গলে বল চলে যায় ক্রসবারের বাইরে।

দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল মোহামেডান। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় তাদের। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফ হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু নিজের শট না নিয়ে বাড়ান অন্য প্রান্তে থাকা সানডেকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড উড়িয়ে মেরে বসেন।

বিজ্ঞাপন

সমতার হাতছানি ছিল ফর্টিসেরও। জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে গোল বঞ্চিত হয় ফর্টিস। এছাড়াও ৮৩তম মিনিটে ভ্যালেরি রিশিনের উঁচু করে মারা শট বারের ওপর দিয়ে চলে যায়।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission