• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

দর্শকদের জন্য সুখবর, আরও একটি বুথে পাওয়া যাচ্ছে বিপিএলের টিকিট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৩
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছে তারা। তবে এই সমস্যা সমাধানের জন্য ৭ দিন সময় চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সাত দিন সময় নিলেও টিকিটের ভোগান্তি কমাতে কাজ শুরু করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে আরও একটি বুথ থেকে টিকিট বিক্রির ব্যবস্থা করেছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএলে মঙ্গলবারের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২–এর সিটি ক্লাব গ্রাউন্ড-সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।

এ ছাড়া মিরপুর শের ই-বাংলার ইনডোর-সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ (মঙ্গলবার) ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় দিনে রয়েছে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

এই দুই ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো খুলনা