ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লজ্জার ইতিহাস গড়ল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০৬:২৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই দর্শকদের নজর থাকে বিদেশি ক্রিকেটারদের দিকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচেই বিদেশি ক্রিকেটারদের দেখা যায়। তবে এবার নতুন ইতিহাস গড়ল চলমান বিপিএলের দল দুর্বার রাজশাহী। বিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরের বিপক্ষে খেলতে নেমেছে দলটি।

বিজ্ঞাপন

মূলত, পেমেন্ট না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, যা একটি দলের জন্য খুবই লজ্জাজনক। বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এই প্রথমবার।

পেমেন্ট ইস্যুতে গত কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে মাঠে নামার আগে অনুশীলন বয়কট করেছিল তাসকিন-বিজয়রা। তবে বিসিবি সভাপতি পেমেন্টের নিশ্চয়তা দেওয়ায় পর দিন অনুশীলনে যোগ দিয়েছিল ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

তবে চট্টগ্রাম পর্ব শেষ হলেও পেমেন্ট জটিলতার সমাধান করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এর মাঝে দলের বিশ্বস্ত সূত্র আরটিভিকে নিশ্চিত করেছিল পেমেন্ট ও দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্তি প্রকাশ করে বেশ কয়েকজন ক্রিকেটার।

জানা গেছে, শুধু ক্রিকেটারদের পেমেন্টই নয়, হোটেলের বিলও পরিশোধ করতে পারেনি দলটি। যার ফলে দ্য ওয়েস্টিন হোটেল ত্যাগ করে শেরাটনে উঠেছে দলটি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো রংপুরের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে রাজশাহী।

বিপিএলের নীতিমালা অনুসারে নূন্যতম দুইজন বিদেশি ক্রিকেটারকে রাখতে হবে। তবে রাজশাহী তা না মেনেই ১১ জন দেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমেছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির গ্রিন অনুমতি নিয়েই বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে নেমেছে রাজশাহী।

বিজ্ঞাপন

রংপুরের বিপক্ষে দুর্বার রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, আনামুল হক, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহেরব, সানজামুল ইসলাম, জিশান আলম, তাসকিন আহমেদ, মহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |