ঢাকাবুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

বড় জয়েও সরাসরি শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৮:৫১ এএম


loading/img
ছবি- এএফপি

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। যার ফলে লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তাই প্লে-অফে খেলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) স্টেড ডু রোডোরোতে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো এবং বেলিংহ্যাম করেছেন একটি গোল।

এদিন দুই দলের একাধিক মিসের পর ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রদ্রিগো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে কোণাকুনি শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লুকাস ভাসকেজের অ্যাসিস্টে বেলিংহ্যাম গোলটি করেন। ২১ বছর ২১৪ দিন বয়সে তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২৫টি গোলে অবদান রাখলেন ইংলিশ তারকা। তার চেয়ে কম বয়সে এই মাইলফলকে পৌঁছেন কিলিয়ান এমবাপ্পে (২০ বছর ৩০৬ দিন) ও আরলিং হল্যান্ড (২১ বছর ১৩৯ দিন)।

৭৮তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রদ্রিগো। ব্রেস্টের গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলে ফিরতি বল পান রদ্রিগো। কালক্ষেপণ না করে প্রথম টাচেই বল জালে জড়ান তিনি। ফলে প্রথম ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হারা রিয়াল লিগপর্ব শেষ করল টানা তিন ম্যাচ জিতে।

এই জয়ে টেবিলের ১১ নম্বরে থেকে লিগপর্ব শেষ করল রিয়াল। তাই শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লেঅফ। প্লেঅফে দুটি ম্যাচ। এই পর্বে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি কিংবা সেল্টিককে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |