ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফিক্সিং সন্দেহে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৩৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলকে বিগত দশ আসরের থেকে ভালোভাবে আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু ভালো তো দূরের কথা আগে থেকেও বেহাল দশা বিপিএলের ১১তম আসরের। টিকিট ও পেমেন্টের পর এবার আলোচনায় স্পট ফিক্সিং।

বিজ্ঞাপন

বেশ কিছু ম্যাচে রেজাল্ট দেখে বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে আলোচনা শুরু হয়। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। যার কারণে তার দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও।

বিপিএলের শুরু দিকে রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছিলেন এনামুল হক বিজয়। এরপর মাঝ দিকে তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেয় দলটি। এবার তার ওপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে আছে বিজয়ের নাম।

বিজ্ঞাপন

তাই তাকে নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ ক্রিকেটারকে।
 
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেয়া হয়।

এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।

বিজ্ঞাপন

জানা গেছে, বিজয় ছাড়াও রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |