ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শেষ অজিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:১৪ পিএম


loading/img
ছবি- এএফপি

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অজিরা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে শেষ হয়েছে অজিদের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। 

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪৯ রানে হারের পর সিরিজ ও সম্মান বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ ঘরে তুলেছে লঙ্কানরা।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) কলম্বোতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৮২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে মাত্র ২৪.২ ওভার ব্যাট করে ১০৭ রানেই গুঁটিয়ে যায় অজিরা। এতে অজিদের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে (১৭৪ রান) জয় পায় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৩৩ রানের মধ্যে তারা তিন উইকেট হারিয়ে বসে। ম্যাথু শর্ট (২), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯) ও ট্রাভিস হেড ১৮ রান করে আউট হন। এরপর জশ ইংলিস ও অধিনায়ক স্টিভ স্মিথ ৪৬ রানের জুটি গড়লেও ইংলিস (২২) আউট হওয়ার পর আরও বড় ধস নামে। 

শেষ ২৮ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৭ উইকেট। স্মিথ সর্বোচ্চ ২৯ রান করলেও দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি। শ্রীলঙ্কার স্পিনার দুনিত ওয়েল্লালাগে ৪ উইকেট, হাসারাঙ্গা ও আসিতা ফার্নান্দো ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা। গলে শেষ টেস্টের দুই ইনিংসে ফিফটি করা মেন্ডিস ওয়ানডে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ১১৩ বলে সেঞ্চুরি করে ১০২ রান করেন তিনি। আসালাঙ্কা ৭৮ রানের ইনিংস খেলেন। আর লিয়ানেগে ২১ বলে ৩২ রানে ভর করে ২৮১ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |