যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:২৪ পিএম


স্মিথ
ছবি- এএফপি

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। তারপরও স্বপ্ন দেখছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বিজ্ঞাপন

চোটের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। সেই সঙ্গে ধাক্কা হয়ে এসেছে ওয়ানডে থেকে মার্কাস স্টয়নিসের আকস্মিক অবসর ও মিচেল স্টার্কের ব্যক্তিগত কারণে এই আসর থেকে সরে যাওয়া।

তাই ভারত বিশ্বকাপে যে পেস আক্রমণ নিয়ে জিতেছিলো অজিরা, সেই পুরো আক্রমণই বদল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার দলে এসেছেন ন্যাথান এলিস, শন অ্যাবট, বেন দারশিয়াস, ও স্পেনসার জনসন। এই তরুণদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্মিথ।

বিজ্ঞাপন

তিনি বলেন,  আমার মনে হয় তাদের সব রকম দক্ষতাই আছে। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। বেন দারশিয়াস ও স্পেনসার জনসন বল স্যুয়িং করে ভেতরে আনতে পারে। শন (অ্যাবট) দুর্দান্ত লেন্থে ফেলতে পারে, ন্যাথান এলিস গতির বদল আনতে পারে। তাদের নেতৃত্ব দেওয়া, যোগাযোগ করা ঠিক সময়ে ঠিক বিকল্প বেছে নেওয়াই আমার কাজ। 

আরও পড়ুন

উপমহাদেশে খেলা বলে স্পিনারদের গুরুত্ব অপরসীম। এ নিয়ে স্মিথ বলেন, আমাদের দুজন স্পিনার আছে (অ্যাডাম জাম্পা ও তানভির সাঙ্গা) যাদের দক্ষতা খুব ভালো। এ ছাড়া ম্যাক্সওয়েল ও শর্টও অনিয়মিত বোলার হিসেবে আসবে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডের সিরিজে ব্যাটিংয়ে বেশি ধুঁকেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১৬৫ ও দ্বিতীয় ম্যাচে ১০৭ রানে গুঁটিয়ে গেছে অজিরা। এই সিরিজে ব্যাটিংয়ে ম্যাথু শর্ট, কোপার কনলি, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুকের মতন অনভিজ্ঞরা পরীক্ষায় ব্যর্থ। তবে এদের মধ্যে জ্যাক ফ্রেজারকে নিয়ে আশাবাদী অজি অধিনায়ক।

স্মিথের ভাষ্য, সে অবশ্যই খুবই আগ্রাসী খেলোয়াড়। মাঠের চারপাশে শট খেলতে পারে। ঠিক সময়ে খেলাটা হচ্ছে আসল। সে হয়ত সেরকম রান করেনি। কিন্তু কিছু ভালো শট খেলে দেখিয়েছে প্রতিভা। এজন্যই সে দলে। সে বিপদজনক, পাকিস্তানের উইকেট তার জন্য মাননসই হবে।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission