ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফি

হতাশাময় পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি রোহিতের উইকেট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:০০ পিএম


loading/img
ছবি- এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে রোহিত শর্মা ও শুভমান গিল। তবে পাওয়ার প্লের শেষ সময়ে রোহিতকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭৫ রান। বিরাট কোহলি ৩ রান এবং শুভমান গিল ২৯ রানে ব্যাট করছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেললেও ৫ ওভার পর থেকে ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা রান এবং শুভমান গিল। দুজনের ব্যাটে ভর করে অষ্টম ওভারেই দলীয় ফিফটি তুলে নেয় ভারত। 
তবে ফিফটি তুলতে পারেননি রোহিত। ৩৬ বলে ৪১ রান করে তাকে সাজঘরে ফেরান তাসকিন। আর পাওয়ার প্লেতে তাদের রান সংখ্যায় দাঁড়ায় ৬৯।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। 

তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান হৃদয়। এদিন পায়ে আঘাত পান হৃদয়। তাই দৌড়ে রান নিতে পারছিলেন না তিনি। তবে ১১৩ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার। তার সেঞ্চুরিতে ভর করে ২২৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |