বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে কোচ নিয়োগ করেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১০ পিএম


সাকিব
ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেননি সাকিব। 

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবেও পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা কাটানোর লক্ষ্যে তৃতীয়বার পরীক্ষায় বসবেন সাকিব।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এই কথা জানিয়েছেন লিজন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে, রোজার মধ্যে। সে ইংল্যান্ডের একজন কোচও নিয়েছে। তিনি অনুমতি দিলে সে আবারও পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে খেলতে পারবে বাংলাদেশে।

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও জায়গা হারান তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সাকিবকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাকিবকে ডিপিএলে পাওয়া নিয়েও আশাবাদী দলটির মালিক।

বাদলের ভাষ্য, ‘অবশ্যই (সাকিবকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী)। নইলে আমরা নেব কেন ওকে? আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় চমক সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকায় ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা সবচেয়ে বড় খবর। আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, ‘সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। সাকিব তার ক্যারিয়ার শুরুতে আমার সঙ্গেই ছিল, এখনও সে আশা প্রকাশ করছে আমার সঙ্গেই থাকবে। ঐক্যমতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে এক নম্বর ব্র্যান্ড কীভাবে বানানো যায় সেটা নিয়েই কাজ করব।

দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনো দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তাঁর নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। 

এর মধ্যে অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে গেছে। তবে ডিপিএলে খেলতে কোনো বাঁধা নেই সাকিবের। বোলিংও করতে পারবেন তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission