ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পদক জয়ের লক্ষ্যে রাতে ইরান যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ মার্চ ২০২৫ , ০৫:৩২ পিএম


loading/img
ছবি: এএফপি

আগামী ৪ মার্চ ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে পারদিস শহরে পর্দা উঠবে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের। আর এই লড়াইয়ে অংশ নিতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী কাবাডি দল।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) রাত ৯টায় বিমানে ওঠার কথা রয়েছে দলের ৯ জন খেলোয়াড়ের, বাকি সদস্য যাবেন ৩ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটের আরেক ফ্লাইটে।

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল। 

বিজ্ঞাপন

২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি হতে যাচ্ছে ৬ষ্ঠ আসর। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। তবে এবার পদক জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছাড়ছেন কোচ শাহনাজ পারভীন মালেকা। 

তিনি বলেন, যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তবসম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এই বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা ইরান যাবো।

গত ১০ জানুয়ারি ২০২৫ থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এই দলে মূল কোচ সুবিমল হলেও ইরানে নারীদের খেলায় পুরুষরা থাকতে পারেন না। ফলে স্টেডিয়ামে মালেকাকেই কোচের দায়িত্ব পালন করতে হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |