চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে রোহিত ভালো শুরু এনে দিলেও মাঝে ছন্দে হারায় ভারত। কিন্তু অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রেয়াস আইয়ার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৩ রান। অক্ষর প্যাটেল ২২ ও শ্রেয়াস আইয়ার ৪৮ রানে ব্যাট করছেন।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা। ৪১ বলে ফিফটি তুলে নেন এই ভারতীয় অধিনায়ক। তবে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। ৫০ বলে ৩১ রান করে ফেরেন তিনি।
দুই বল পরেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ২ বলে ১ রান করেন এই কিংবদন্তি ব্যাটার। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন রোহিত। কিন্তু ৮৩ বলে ৭৬ রান করে স্ট্যাম্পিং হন তিনি। এতে ১২২ রানে ৩ উইকেট হারায় ভারত।
তবে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। দুজনের ব্যাটে ভর করে শিরোপার পথে এগিয়ে যেতে থাকে ভারত।
আরটিভি/এসআর-টি