ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের রেকর্ড শিরোপা জয়ের দিনে ম্যাচসেরা রোহিত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১০:৫১ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এতে টুর্নামেন্টটির রেকর্ড তৃতীয়বার শিরোপা জিতলো তারা। আর ভারতকে শিরোপা এনে দেওয়া ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪ উইকেট এবং ৬ বল হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টানা ৫ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো আইয়ার-রাহুলরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা। ৪১ বলে ফিফটি তুলে নেন এই ভারতীয় অধিনায়ক। তবে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। ৫০ বলে ৩১ রান করে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

দুই বল পরেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ২ বলে ১ রান করেন এই কিংবদন্তি ব্যাটার। এরপর দলকে এগিয়ে নিতে থাকেন রোহিত। কিন্তু ৮৩ বলে ৭৬ রান করে স্ট্যাম্পিং হন তিনি। তবে তার দ্রুত গতির ইনিংস দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |