ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

রাতে মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন, যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৪:০৮ পিএম


loading/img
ছবি: এএফপি

নেশনস লিগের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবলারদের আন্তর্জাতিক ব্যস্ততা। যেখানে একই রাতে মাঠে নামছে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন্স হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে এই চারটি ম্যাচ। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। 

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।

বিজ্ঞাপন

আর এখানেই দেখা হয়ে যাবে ২ বিশ্বকাপ ফাইনাল লাইনআপের। ২০১০ বিশ্বকাপের সেরার লড়াইয়ে ছিল স্পেন ও নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে ছিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এছাড়া ইতালি এবং জার্মানির ম্যাচেও মিশে আছে উন্মাদনা। ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। 

কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন এর মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের জয়ী দল।

এই ম্যাচগুলো দেখা যাবে টফি ও ইয়াসিনটিভি অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনেই দেখা যাবে। এ ছাড়াও ভারতে সনি স্পোর্টস ১-৫ এ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |