ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দরিভালকে বরখাস্ত করতে প্রস্তুত ব্রাজিল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১০:০৩ পিএম


loading/img
ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করতে পারে ব্রাজিলিয়ান ফেডারেশন। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইলে দরিভালকে নিয়ে এই তথ্য দিয়েছেন তিনি।

পোস্টে রোমানো লিখেছেন, ব্রাজিলিয়ান ফেডারেশন তাৎক্ষণিকভাবে প্রধান কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করতে প্রস্তুত। প্রক্রিয়াটি চূড়ান্ত করার জন্য আরও একটি চূড়ান্ত বৈঠক আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, যার জন্য তারা উপযুক্ত কোচ পেতে মরিয়া হয়ে আছে ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই। এরপর একাধিক অন্তর্বর্তীকালীন কোচ নেওয়া হলেও ঠিক স্বস্তি মিলছিল না। 

দরিভাল জুনিয়রের হাত ধরে পরিবর্তনের আশা থাকলেও তার অধীনে নিয়মিত জয় পাচ্ছে না ব্রাজিল। তার অধীনে সবমিলিয়ে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে তাদের জয় মাত্র ৭টিতে। তাই বিশ্বকাপের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল।

দলটির কোচ এমন সম্ভাব্য কয়েকটি নাম আলোচিত হচ্ছে। তালিকায় সবার ওপরের নামটি কার্লো আনচেলত্তির। এর আগেও তাকে পাওয়ার দৌড়ে জোরেশোরে নেমেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। আরও একবার আনচেলত্তির জন্য সিবিএফ প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। 

বিজ্ঞাপন

তবে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আনচেলত্তি বলেন, আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।

আনচেলত্তির সঙ্গে রিয়াল নতুন করে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি করেছে। যদিও তার আশা ২০২৯ পর্যন্ত দলটির দায়িত্বে থাকা। এরই মাঝে আবার ব্রাজিলের দায়িত্ব নেওয়াও কঠিন, কারণ ক্লাব বিশ্বকাপের জন্য তিনি আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। 

আরটিভি/এসআর-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |