আইপিএলের দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কামিন্সের দল। মাত্র ১৬৩ রানে অলআউট হয়েছে তারা। দিল্লির হয়ে পাঁচ উইকেট নিয়েছেন স্টার্ক।
রোববার (৩০ মার্চ) টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (১)। আলো ছড়াতে পারেননি ইশান কিষানও। ৫ বলে ২ রান করেন তিনি।
এক বল বলে তাকে সঙ্গ দেন নীতিশ কুমার। এতে ২৫ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। এদিন শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি হেড। ১২ বলে ২২ রান করে ফেরেন এই অজি ব্যাটার।
তবে হেইনরিচ ক্লাসেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অনিকেত ভার্মা। ১৯ বলে ৩২ রান করে ক্লাসেন আউট হলেও ৩৪ বলে ফিফটি তুলে নেন অনিকেত। অভিনাভ মনোহার ৪ এবং প্যাট কামিন্স ২ রানে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি অনিকেতও।
৪১ বলে ৭৪ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুল্ডারকে ৯ এবং হার্শিত প্যাটেলকে ৫ রানে ফিরিয়ে নিজের ফাইফার তুলে নেন স্টার্ক। এতে ১৬৩ রানে অলআউট হয় হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এ ছাড়াও কুলদ্বীপ যাদব তিনটি এবং মোহিত শর্মা নেন এক উইকেট।
আরটিভি/এসআর/এস