ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৭:২৮ পিএম


loading/img
ছবি: এএফপি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। গুঞ্জন উঠেছিল, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নিতে পারেন তিনি। কিন্তু এখনই ওয়ানতে থেকে সরে যাচ্ছেন না। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে শিরোপা জেতাতে ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি। তাই এখনও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ তিনি।

তাই আইপিএলের মাঝেই এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। জবাবে তিনি বলেন, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।

বিজ্ঞাপন

ভারত ২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে হারতে হয়েছিল। ২০২৩ সালে ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সেই হারের ধাক্কা কোহলির জন্য বেশ কষ্টদায়ক ছিল, যা তিনি প্রকাশও করেছিলেন। 

২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার ফিটনেস ও প্রতিজ্ঞা দেখলে মনে হয় না, বয়স তার জন্য কোনো বড় বাধা হবে। তিনি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন পরবর্তী বিশ্বকাপের জন্য।

আরটিভি/এসআর  

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |