বুমরাহকে নিয়ে নতুন দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৭:২৬ পিএম


বুমরাহ
ছবি: এএফপি

সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে ছাড়াই শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই তারকা পেসারের। কিন্তু মম্বাই ইন্ডিয়ানস ইতোমধ্যে নিজেদের তৃতীয় ম্যাচ খেলে ফেললেও দলের সঙ্গে যোগ দেননি বুমরাহ। শোনা যাচ্ছে তার চোট নিয়ে যে ধারণা ছিল তার চেয়েও গুরুতর।

বিজ্ঞাপন

সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুরোদমে বোলিং শুরু করেছেন বুমরাহ। ১ এপ্রিলের মধ্যে তার মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা থাকলেও, সেটি হয়নি।

তার মাঠে ফেরা নিয়ে বিসিসিআইয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, বুমরাহ’র চোট ধারণার চেয়ে বেশি গুরুতর। মেডিক্যাল টিম নিশ্চিত হতে চায় যে, তার কোনো ধরনের চিড়ের শিকার হতে হয়নি। বুমরাহ নিজেও এই ব্যাপার সচেতন। 

বিজ্ঞাপন

তাই চিকিৎসক ও ফিজিওরা বুমরাহ’র পুরোপুরি ফিট হওয়ার বিষয়ে ছাড়পত্র দিলেই, বিসিসিআই ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়ানোর দিকে আগাবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলেছে ভারত। সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টেই চোট নিয়ে উঠে যেতে হয় বুমরাহকে। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। 

এদিকে, বুমরাহ’র চোট সাধারণ কিছু নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। ইএসপিনকে ক্রিকইনফোকে তিনি বলেন, তার সার্জারি হয়েছে (২০২৩ সালে), কিন্তু তাকে সকল টেস্ট সিরিজেই খেলানো হয়েছে। পারফর্মও করেছে অবিশ্বাস্যভাবে।  দিনশেষে দেখা গেল, (অস্ট্রেলিয়া সিরিজে) এক মাসে সে অতিরিক্ত বল করেছে এবং সেই চিড়ের বাউন্ডারিলাইনে রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission