চলমান আইপিএলের প্রথম তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চতুর্থ ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে কলকাতা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা। জবাব দিতে নেমে মাত্র ১২০ রানেই গুঁটিয়ে যায় হায়দরাবাদ। এতে ৮০ রানের বড় জয় পায় কলকাতা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। নীতিশ কুমার (১৯) ও কামিন্দু মেন্ডিস (২৭) চেষ্টা করলেও হাল ধরতে পারেনি।
এরপর ব্যাট চালাতে থাকেন হেইনরিচ ক্লাসেন। কিন্তু ২১ বলে ৩৩ রান করে এই প্রোটিয়া ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে ১৬ ওভার ৪ বল খেলে ১২০ রানে অলআউট হয় হায়দরাবাদ। এতে ৮০ রানের জয় পায় কলকাতা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেনে শুরুতেই হোঁচট খায় কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৬ বলে ১ রান করা কুইনটন ডি কক। ৭ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন সুনীল নারিনও।
এরপর রাহানেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রঘুবাংশী। দুজনের ব্যাটে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। কিন্তু ফিফটি তুলতে পারেননি রাহানে। ২৭ বলে ৩৮ রান ফেরেন কলকাতা অধিনায়ক। অপর প্রান্ত থেকে ৩০ বলে ফিফটি তুলে নেন রঘুবাংশী। তবে এক বল পরেই নিজের উইকেট বিলিয়ে দেন তিনি।
ষষ্ঠ উইকেটে ভেঙ্কাটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন রিংকু সিং। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ছুটতে থাকে কালকাতা। বলে বলে বাউন্ডারি মেরে ২৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। ১৯তম ওভারে ২১ রান তোলেন তিনি। তবে ২০তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই বাঁহাতি ব্যাটার।
তিন ছক্কা ও সাত বাউন্ডারিতে ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত রাসেলের ২ বলের ১ রান এবং রিঙ্কু সিংয়ের ১৭ বলের অপরাজিত ৩২ রানে ভর করে ২০০ রানের বড় পুঁজি পেয়েছিল কলকাতা।
আরটিভি/এসআর