ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ বাছাই

প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০২:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগ্রেসরা। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে জ্যোতি-নাহিদারা।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচে আধিপত্য দেখায় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান।

বিজ্ঞাপন

এর আগে স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার।

আরটিভি/এসআর/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |