চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচে বায়ার্ন মিউনিখ আতিথেয়তা দেবে ইন্টার মিলানকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে এই দু'দল। মঙ্গলবার (৮ এপ্রিল) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।সেই ম্যাচে তারা বায়ার্ন মিউনিখকে পরাজিত করেছিলো।২০২২-২৩ মৌসুমে মর্যাদার লড়াইয়ে দুদল শেষবার মুখোমখি হয়। এবার আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মুখোমখি হচ্ছে বায়ার্ন ও ইন্টার মিলান।
বুন্দেসলিগায় শীর্ষে রয়েছে ভিনচেন্ট কোম্পানির দল। এই ম্যাচে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামতে হবে কোম্পানিকে। মুসিয়ালা ও ম্যানুয়াল নয়ারসহ ৬জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এই ম্যাচে দলে পাবেন না তিনি। যদিও এই কারণে চিন্তিত নন কোচ কোম্পানি।
সংবাদ সম্মেলনে এসে বায়ার্ন কোচ বলেন, প্রতিটা দলই এমন জায়গায় খেলার জন্য লড়াই করে। সামনের দিকে সব ম্যাচই কঠিন। আমি এ ধরনের ম্যাচ উপভোগ করি। অনেক ইনজুরি আছে, তবে তা নিয়ে খুব একটা ভাবছি না। ইন্টার খুব ভালো দল। তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। পরের লেগে আমাদের তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে। ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।
এদিকে কোচ সিমন ইনজাগি বলেন, শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা। যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেবারিট। তবে, এটা আমরা অন্য ম্যাচগুলো মতো করেই নিব। সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে, অনেক কষ্ট করে আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না।
আরটিভি/এসআর-টি