ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেসির জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১০:১৬ এএম


loading/img
ছবি: এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় লিগের শুরুতেও পিছিয়ে পড়ে তারা। তবে জোড়া গোল করে দলকে সেমিফাইনালের টিকিট এনেদিয়েছে লিওনেল মেসি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ঘরের মাঠে দ্বিতীয় লেগে মেসি প্রথম গোলটি করেন ৩৫ মিনিটে। পেনাল্টি বক্সের মাথা থেকে তার বাঁ পায়ের আরেকটি ‘চিরায়ত মেসি’ গোলে ব্যবধান কমায় মায়ামি। মেসিরা সমতায় ফেরে ৬১ মিনিটে। নোয়াহ অ্যালেনের গোলটা অবশ্য তালেগোলেই পেয়ে যায় মায়ামি।

অ্যালেন বক্সের ভেতরে ফেদেরিকো রেদোনদোকে লক্ষ্য করে চিপ করেছিলেন। রেদোনদো শট নেবেন মনে করে লরিস লাইন ছেড়ে সামনে এগিয়ে আসেন। কিন্তু বলটি মাটিতে পড়ে লাফিয়ে উঠে রেদোনদো ও লরিস, দুজনকেই ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও, অ্যাওয়ে গোল নিয়মের কারণে তখনও কার্যত এগিয়ে ছিল এলএএফসি। এমন সময়ে ৬৭ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেজের হেডে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি।

বিজ্ঞাপন

তবে আক্রমণের পর আক্রমণ শাণিয়ে গেছে মায়ামি। চাপে পড়ে যাওয়া এলএএফসির ব্রাজিলিয়ান খেলোয়াড় মারলন হাতে বল লাগিয়ে সর্বনাশ ডেকে আনেন। ভিএআর পেনাল্টির রায় দেওয়ার পর গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন মেসি। 

এতে দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় পেয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতেছে মেসিরা। সেমিফাইনালে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |