ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ডিপিএলের গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ। এই ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটারের আউটের ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। এ জন্য দুর্নীতি দমন ইউনিট এবং লিগের কারিগরি কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে উদ্ভূত উদ্বেগ সম্পর্কে অবগত হয়েছে বিসিবি।
খেলার নৈতিকতা বজায় রাখার এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। ক্রিকেটের চেতনাকে ব্যাহত করতে পারে এমন যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে বিসিবি অবস্থান সব সময় কঠোর।
বুধবার (৯ এপ্রিল) মিরপুরে জয়ের জন্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবের তখন দরকার ছিল ৪২ বলে ৭ রান। হাতে ছিল একটি উইকেটই। উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ডাউন দ্য উইকেটে যাওয়ার পর ক্রিজের ভেতরে ব্যাট ঢোকানোর দুটি সুযোগ থাকলেও বিস্ময়করভাবে তা নেননি তিনি।
খালি চোখে মনে হয়েছে ইচ্ছে করেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। আর এই ক্রিকেটারদের অনেকেই এটাকে বলছেন লজ্জাজনক। অন্য আরেকটি দলকে সুপার সিক্সে উঠতে না দিতে শাইনপুকুর ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন ইমরুল কায়েস।
তাই বিবৃতিতে বিসিবি জানিয়েছে, উক্ত ম্যাচে সম্ভাব্য অনিয়ম নিয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং লিগের কারিগরি কমিটি দ্রুত তদন্ত শুরু করেছে।
আরও বলা হয়েছে, বিসিবি তার অধীনস্থ সকল ক্রিকেট কার্যক্রমে ন্যায়পরায়ণতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ । তাইতদন্তে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরটিভি/এসআর/এআর