ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের স্পেশাল অলিম্পিকের প্রতিষ্ঠাতা আশরাফ দাওলা আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১১:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

স্পেশাল অলিম্পিকের আসর থেকে বাংলাদেশ প্রতি আসরেই অসংখ্য পদক নিয়ে আসে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেন বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাত্রার অগ্রপথিক ছিলেন আশরাফ দাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রে আশরাফ দাওলা আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  

বিজ্ঞাপন

গত এক দশকেরও বেশি সময় স্পেশাল অলিম্পিকের জাতীয় পরিচালকের দায়িত্ব পালন করা ফারুকুল ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যানকে স্মরণ করলেন এভাবে, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান অনেক। স্পেশাল অলিম্পিক তার হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন এই সংগঠন পরিচালনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘স্পেশাল অলিম্পিকের আজকের অবস্থানের পেছনে তার অবদানই সর্বাধিক। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। সর্বোপরি তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

দীর্ঘদিন বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করার পর গত বছর আশরাফ সপরিবারে প্রবাস জীবনযাপন বেছে নেন। ৯০ বছর বয়সে আজ প্রবাসেই ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক গভীর শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |