ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৬ দিন ধরে চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন অভিষেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৬:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে শতরান করে একটি চিরকুট বের করে দর্শকদের জন্য তুলে ধরেন অভিষেক শর্মা। এই চিরকুটে সমর্থকদের উদ্দেশে বার্তা ছিল।  

বিজ্ঞাপন

ম্যাচের পর ট্রেভিস হেড বলেন, ৬টি ম্যাচ ধরে এই চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন অভিষেক। তবে সেই দাবি উড়িয়ে দিলেন হায়দরাবাদের ওপেনার। তিনি জানান, ম্যাচের দিন সকালেই এই চিরকুটটি লেখেন তিনি।  

শনিবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে হেড বলেন, শেষ ৬টা ম্যাচে অভিষেকের পকেটে ওই চিরকুটটা ছিল। আমরা খুশি যে আজ সেটা বের করতে পেরেছে। যদিও অভিষেক পরে বলেন, সত্যি বলতে, আজ সকালেই কথাগুলো লিখেছিলাম। রোজ সকালে উঠেই কিছু না কিছু লিখি। আজ হঠাৎ করে মাথায় এল, যদি ম্যাচে কিছু করতে পারি সেটা অরেঞ্জ আর্মিকে উৎসর্গ করব। আমি ভাগ্যবান যে আজই সেই দিনটা এসেছে।

বিজ্ঞাপন

ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অসুস্থতার কথা জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, চার দিন বেশ অসুস্থ ছিলাম। জ্বর ছিল। যুবরাজ সিংহ, সূর্যকুমার যাদবের মতো মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের মতো মানুষদের পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। দুজনেই প্রতি দিন ফোন করত। আমার শরীরের খোঁজ নিতো। সাহস দিত। দুজনেই আমাকে খুব ভরসা করে। 

অভিষেক আরও বলেন, ‘ম্যাচটা খেলতে পারব কি না বুঝতে পারছিলাম না। শারীরিক কারণে নিজেই একটু দ্বিধায় ছিলাম। কিন্তু ওরা দুজন সমানে সাহস দিয়ে গিয়েছে। সমানে বুঝিয়েছে, ঠিক খেলতে পারব। ওদের মতো মানুষেরা ভরসা রাখলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। মনে হয়, ঠিক পারব। আমার কাছে এটা এমন একটা ইনিংস, যেটার অপেক্ষায় ছিলাম। কাঙ্ক্ষিত ইনিংসটা শেষ পর্যন্ত খেলতে পারলাম।

আরও পড়ুন

আইপিএলে কিছুটা চাপেও ছিলেন অভিষেক। এ নিয়ে অভিষেক বলেন, অবশ্যই চাপ ছিল। অস্বীকার করলে মিথ্যা বলা হবে। পর পর তিন-চারটে ম্যাচে পারফর্ম করতে না পারলে এবং দল হারলে চাপ তো হবেই। সবাই নিজের মতো করে চাপ সামলানোর চেষ্টা করে। তবে আমাদের দলের মধ্যে কোনো নেতিবাচক কিছু দেখিনি। দলের কারোর মধ্যে আগেই হেরে যাওয়ার মানসিকতা দেখিনি। সবাই ইতিবাচক ভাবে ভেবেছি। আগেই বলেছি, আমি কিভাবে আত্মবিশ্বাসী থাকতে পেরেছিলাম।


আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |