ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লাল কার্ড পেয়ে এমবাপ্পের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০৬:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লা লিগায় রোববার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় রিয়াল।  এই জয়ে অবশ্য খুব ভালো কিছু বয়ে আনতে পারেনি তারা। কিন্তু হতাশা নিয়ে ঠিকই মাঠ থেকে বের হয়েছে ভিনিসিয়াসরা। কারণ ম্যাচে এই প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ভাবে ট্যাকেল করে লাল কার্ড দেখেন দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।   

বিজ্ঞাপন

লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেত বাধ্য হন এমবাপ্পে। এই নিয়ে রিয়াল কোচ ডেভিড আনচেলত্তি জানিয়েছেন, লাল কার্ডের জন্য এমবাপ্পে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে ডেভিড জানান, এই ফরাসি তারকা নিজের ভুল বুঝতে পেরেছেন। 

ম্যাচের  খেলা সময় যখন ৩৪ মিনিট চলে তখন এডুয়ার্ডো কামভিনগারের করা একমাত্র গোলে নিশ্চিত হয় রিয়ালের জয়। এর আগে,   রাউল আসেনসিওর করা গোল ফাউলের কারনে বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে মিডফিল্ডার এন্টোনিও ব্ল্যাঙ্কোকে হাই ট্যাকেল করতে গিয়ে বাজেভাবে ফাউল করে বসেন ফরাসি তারকা।এরপর মাঠের রেফারি ভিএআর পরীক্ষার সাহায্য নিলে পরে এমবাপ্পেকে লাল কার্ড দেখানো হয়।   

বিজ্ঞাপন

এরপর খেলার দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে গিয়ে ডিফেন্ডার মানু সানচেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে  দুই দলই ১০জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে।   
 
মাদ্রিদ বস আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘এটা নিশ্চিত যে কিলিয়ান ইচ্ছে করে এতটা আগ্রাসন দেখায়নি। ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে সে ক্ষমা চেয়েছে। এটা স্পষ্টতই লাল কার্ডের চ্যালেঞ্জ ছিল। আর তার শাস্তি কিলিয়ানকে পেতে হয়েছে। এই কার্ডের আগে যে ছোটখাটো ফাউল প্রতিপক্ষ খেলোয়াড়রা কিলিয়ানকে লক্ষ্য করে করেছে হয়তোবা তারই বহি:প্রকাশ ছিল এই চ্যালেঞ্জ। তারপরও আমি বলবো এটা মোটেই সঠিক পথ নয়। আমি মোটেই এর কোন বৈধতা দিচ্ছিনা। কিন্তু ঘটনাতো ঘটেই গেছে।’

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পে এটাই প্রথম লাল কার্ড। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমবাপ্পেকে এখন কয় ম্যাচ নিষিদ্ধ করে সেই অপেক্ষায় রয়েছে মাদ্রিদ। তবে এ্যাথলেটিক ক্লাব ও গেতাফের বিরুদ্ধে দুটি ম্যাচে তিনি খেলতে পারছেন না এটা নিশ্চিত। আগামী ২৬ এপ্রিল কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।    

আনচেলত্তি জানান, ‘আলাভেসের বিপক্ষে যা হয়েছে সেটা আমাদের জন্য কিছুটা হলেও কঠিন হয়ে গেল। কিন্তু তারপরও জয়ী হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে।’

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |