রিয়ালের প্রত্যাবর্তন নাকি আর্সেনালের বিজয় উল্লাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০২:৫১ পিএম


চ্যাম্পিয়নস লিগ
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আর্সেনাল। ব্যবধানটা বড় হলেও দলটা রিয়াল মাদ্রিদ বলেই দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যে রাতে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে গানারদের আতিথেয়তা দিবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম লেগে বড় ব্যবধানে হারার পর লুকাস ভাসকেস বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও যদি কোনো দল কাম ব্যাক করতে পারে সেটি রিয়াল মাদ্রিদ।’ একই আত্মবিশ্বাস রয়েছে রিয়াল বস আনচেলত্তিরও। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমাদের সবকিছুই প্রয়োজন, আমাদের যে মান আছে, তার সমন্বয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোনো কিছুতেই ভুল করা যাবে না। দুঃসময়ে আত্মবিশ্বাস থাকা ও ভীষণ মনোযোগী হওয়া প্রয়োজন। দুঃসময়ে আরও বেশি প্রাণশক্তি থাকতে হবে।

খেলোয়াড়দের প্রস্তুতি ও মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, আমি ছেলেদের সাথে এই ম্যাচের আবেগ নিয়ে কথা বলেছি, কেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, সেটা নিয়ে কথা বলেছি। অনুপ্রেরণা আছে এবং আমি চাই, যথেষ্ট শান্ত থেকে ছেলেরা এই ম্যাচের প্রস্তুতি নিক। কেবল একটা বিষয়ে আমরা নিশ্চিত নই যে, আমরা কাঙ্ক্ষিত ফল পাব কি না; কিন্তু নিশ্চিতভাবেই আমরা আমাদের সবটুকু ঢেলে দেব।

আর্সেনালকে হারাতে হলে এমবাপ্পেকে গোল করতে হবে বলে জানিয়েছেন আনচেলত্তি। লা লিগায় গত ম্যাচে বাজে ফাউল করে শাস্তি পেলেও অনুশীলনে ফুরফুরে ছিলেন এমবাপ্পে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই ফরাসি তারকাকে নিয়ে রিয়াল বসের ভাষ্য, যেটা ঘটেছিল, তা নিয়ে সে কষ্ট পেয়েছিল, হতাশ হয়েছিল। তবে গতকাল সে খুবই ভালো অনুশীলন করেছে, খুবই অনুপ্রাণিত। তাকে আমাদের প্রয়োজন। আমাদের কেবল রক্ষণ সামলালে চলবে না, গোলও করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই ম্যাচে তার গোল আমাদের বেশি প্রয়োজন।

এদিকে এখনও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুয়ে দেখা হয়নি আর্সেনালের। ২০ বছর আগে একবার ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে শিরোপা খোয়াতে হয়েছিল দলটি। এমনটি এরপর আর সেমিফাইনালেও উঠতে পারেনি গানাররা। সবশেষ ১৫ বছরে মাত্র দুইবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা।

তাই প্রথম লেগে মাঠে নামার আগে ইতিহাস রচনার কথা জানিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। নিজেদের ঘরের মাঠে তা করে দেখিয়েছে গানাররা। এবার বার্নাব্যুতে কঠিন পরীক্ষা দেওয়ার পালা। যেখানে শত শত প্রত্যাবর্তনের ইতিহাস লিখে রেখেছে লস ব্লাঙ্কোসরা। তাই শেষ পর্যন্ত কোনটি বাস্তবে রূপ নেই সেটাই দেখার বিষয়।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission