জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। মুমিনুল হক ২ ও শান্ত ১ রানে ব্যাট করছেন।
রোববার ( ২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান।
২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। এরপর ৩৫ বরে ১৪ রান করে সাদমানের দেখানে পথে হাঁটেন জয়ও। এতে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
আরটিভি/এসআর/এস