জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লড়াই করছেন জাকের আলী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ রান।
রোববার (২০ এপ্রিল) সিলেটে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩১ রানে ওপেনার সাদমান (১২) আউট হওয়ার ১ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন জয়ও (১৪)।
তৃতীয় ও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৪০ রান করে শান্ত আউট হলেও ফিফটি তুলে নেন মুমিনুল। তবে পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ৫৬ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর উইকেট মিছিল শুরু করে মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১) এবং তাইজুল ইসলাম (৩)। এতে দলীয় ১৪৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
নবম উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী। দুজনের ব্যাটে ব্যাটে ভর করে এগোতে থাকে টাইগাররা।
আরটিভি/এসআর-টি