ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় সামিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০১:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর এবার প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় নাম লেখাচ্ছেন কানাডা প্রবাসী সামিত সোম। সামিত সোমের বিষয়ে এক ধাপ এগিয়ে গিয়েছে বাফুফে। ইতোমধ্যেই তার জন্মনিবন্ধন করা হয়েছে। এখন পাসপোর্টের জন্য অপেক্ষা তার। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোম বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর আগ্রহ পোষণ করেছেন।

বিজ্ঞাপন

সামিতকে আগামী জুনের উইন্ডোতে খেলানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। সামিত সম্মতি দেয়ার পর থেকেই তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ দ্রুত চলছে। প্রাথমিক ধাপ হিসেবে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জন্ম সনদের জন্য আবেদন করে বাফুফে।

বাফুফে সূত্রে জানা গেছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগেই সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে নেমেছে দেশের ফুটবল ফেডারেশন। হাতে খুব বেশি সময় না থাকায় যত দ্রুত পারা যায় কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন। এরপর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন।   

বিজ্ঞাপন

কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তা নিয়ে তৎপর বাফুফে। এছাড়াও পাসপোর্ট ইস্যুতে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জানানো হয়। 

সামিতের পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। বলেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব। ’

আরও পড়ুন

বাংলাদেশ হাই কমিশন কানাডার যে শহরে অবস্থিত সেখান থেকে অনেক দূরে থাকেন সামিত। হাই কমিশনে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটির প্রয়োজন। সেই ছুটির ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন তিনি। সামিতের জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও দিতে হবে   পাসপোর্ট আবেদনের সময়।   

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |