ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভারতের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, কার বেতন কত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৪:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ২০২৪-২৫ মৌসুমের জন্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন চুক্তিতে ফিরেছেন আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ার। তবে চমক হয়ে দেখা দিয়েছে জাতীয় দলের বাইরে থাকা ঈশান কিশানের নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে চুক্তিতে নেই রবিচন্দ্রন অশ্বিন। 

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বিসিসিআই ২০২৪-২৫ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। গতবার চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের নাম থাকলেও এবার সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৪ জনে।  

এ প্লাস ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার। তারা হলেন—অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি থেকে রোহিত, কোহলি ও জাদেজা অবসর নিলেও তাদের এ প্লাস ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে। 
 
এদিকে রিশভ পন্ত এর আগে বি গ্রেডে থাকলেও এবার তাকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে। এই তালিকায় আরও আছেন–মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি। 

বিজ্ঞাপন

গ্রেড বি'তে শ্রেয়াস আইয়ারের জায়গা হয়েছে। সেখানে আরও আছেন–কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। 

ঈশান কিশান আছেন গ্রেড সি'তে। নতুন করে চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটাররা আছেন গ্রেড সি'তে। তারা হলেন–নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা। 

গত বছর চুক্তিতে থাকা শার্দুল ঠাকুর, কেএস ভারত, আভেশ খান ও জিতেশ শর্মা এবার চুক্তি থেকে বাদ পড়েছেন।  

বিজ্ঞাপন

চার গ্রেডে ক্রিকেটাররা কে কত বেতন পাবেন তা প্রকাশ করেনি বিসিসিআই। তবে ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে –এ প্লাস ক্যাটাগরিতে প্রতি মাসে ৭ কোটি, এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা। 

আরও পড়ুন

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে যে সব ক্রিকেটাররা জায়গা পেলেন–
ক্যাটাগরি 'এ' প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা;

ক্যাটাগরি 'এ': মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, রিশভ পন্ত;

ক্যাটাগরি 'বি': সুর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার;

ক্যাটাগরি 'সি': রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়ি, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ কুমার রেড্ডি, ঈশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা। 

আরটিভি/এসকে-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |