ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মিরাজকে পেছনে ফেলে টেস্টে মমিনুলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৬:২৩ পিএম


loading/img
ছবি: এএফপি

সিলেট টেস্টে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষ সময়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ মুমিনুল হক। শুধু ব্যাট হাতেই নয় ফিল্ডিংয়েও আলো ছড়িয়েছেন মুমিনুল। টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) দিনের শুরুতে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ওপেনার বেন কুরানকে সাজঘরের পথ দেখান নাহিদ রানা। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি। তিন ওভার পর আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও ক্যাচ আউটের ফাঁদে ফেলেন নাহিদ। 

৫৫ বলে ১৮ রান করা এই ব্যাটারের ক্যাচটি তালুবদ্ধ করেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হক। এতে টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন তিনি। এতদিন ৪০ ক্যাচ নিয়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছিলেন।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে সিলেট টেস্টের প্রথম দিনটা রাঙিয়ে ছিল সফরকারী জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনের শুরুতে টাইগাররা আঘাত করলেও সেই ধাক্কা সামলে ওঠে রোডেশিয়ানরা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় দিনের শেষটা নিজেদের করেছে শান্ত বাহিনী। 

আরও পড়ুন

মেহেদী হাসান মিরাজের ফাইফারে ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পেয়েছিল রোডেশিয়ানরা। জবাবে দিনের শেষ সময়ে ১৩ ওভার ব্যাট করে ৫৭ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে আউট হতে পারতেন মাহমুদুল হাসান জয়ও। তবে জিম্বাবুয়ের উইকেটরক্ষক বল তুলবদ্ধ করতে ব্যর্থ হন।

জীবন পেয়েই রান তুলতে শুরু করেন জয়, তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারেই ফিফটি তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছে তারা। ৪২ বলে ২৮ রান করে জয় ও ২৬ বলে ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |