ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৮:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ দুই ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তানের পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। তাই বেশ ফুরফুরে মেজাজেই দেশের মাটিতে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময় টাইগ্রেস অধিনায়ক জানিয়েছেন আল্লাহ না চাইলে বিশ্বকাপ খেলা হতো না।

জ্যোতির ভাষ্য, আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশ তাকিয়ে ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয়, ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। 

বিজ্ঞাপন

Web_Imag_20250421_204835358

বিজ্ঞাপন

তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশই পেয়েছে বিশ্বকাপের টিকিট।

এ নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |