আগামী ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে কাতালানরা। ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন রবার্ট লেভানডফস্কি।
লা লিগার গত ম্যাচে মাংসপেশির অস্বস্তিতে ভুগে মাঠ ছেড়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার। এবার অনুষ্ঠিতভাবে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, লেভানডফস্কি তার বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্লাব থেকে কিছু নিশ্চিত করা হয়নি। বার্সার কোচ হ্যান্সি ফ্লিকও কোনো পরিষ্কার আভাস দেননি লেভানডফস্কিকে নিয়ে।
চলতি মৌসুমে ৪০ গোল করে ফেলেছেন বার্সেলোনার এই স্ট্রাইকার। দলও আছে দারুণ ছন্দে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগের সঙ্গে কোপা দেল রে’ শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সা। আর এই সময়ে এসে তাদের খেলতে হবে বড় সব ম্যাচ।
তাই মৌসুমের এই পর্যায়ে এসে লেভানডফস্কিকে না পাওয়া বলতে গেলে বড় ধাক্কা বার্সার জন্য। কোপা দেল রে ফাইনাল ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে’র এল ক্লাসিকোয় তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১ ও ১১ মে তারিখের সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি।
আরটিভি/এসআর/এস